Sporsher Onuvuti-Artcell (স্পর্শের অনুভূতি)- Lyrics
Artcell: Artcell is a Bangladeshi progressive metal band formed in October 1999 by singer and guitarist Goerge Lincoln, lead guitarist Ershad Zaman, bassist Cezanne Ahmed and drummer Sazzadul Shaju. Since 1999, they have released only two studio albums and also have appeared in some mixed albums. The four original members of the band remained together until, in 2017 Ershad Zaman left the band. They pronounced Kazi Faisal Ahmed as their permanent guitarist in November 11, 2018.[1] According to The Daily Star, Artcell is one of the leading bands of the country.
Lyrics:
আমি তার ভালোবাসায়
জড়িয়ে ধরার গন্ধ পাই
তার বুকের ভেতর
সাহস হবার স্পর্শ পাই
আমি তার স্বপ্ন দেখার শব্দ পাই
অবহেলায় হারিয়ে যাই মেঘেরই মতন
আমি আলোর মতন
এক প্রখর সত্য উদযাপন
নিরব নিথর অবয়বের শব্দ অনেক
তার চোখের শব্দ হারা বাক্যমালার
প্রিয় মানুষ হয়ে বেচে থাকার কষ্ট
কোন ঝড়ের একা রাতে বৃষ্টি ভাঙা নিথর
চেনা তার সকল স্মৃতির ধারক হয়ে পাথর
তার চোখের কোনে
জমে থাকা জলরাশির গন্ধ পাই
তার হৃদয়ে ধীরে
প্রিয় মানুষ হয়ে বেচে থাকার কষ্ট
আমি আলো ছায়ার স্পর্শ পাই
অনেক রাতের কান্নাগুলো
নীরব হবার শব্দ পাই
নিরব নিথর অবয়বের শব্দ অনেক
দু'জনার এক হয়ে চলা পথের শহীদ
চেনা তার সকল স্মৃতির ধারক হয়ে পাথর
কোন ঝড়ের একা রাতে বৃষ্টি ভাঙা নিথর
এখন শুধু স্মৃতি হয়ে বিচরণ থেমেছে
তবুও স্মৃতির শহরে আমার নির্বাসন
তুমি জানোনা কখন বৃষ্টির শহর হাটা পথ থেমেছে
খুঁজিনা আর কোন গান তোমার শরীরে
শুন্যহীন আমার ভেতর অনাগত জীবন
খোঁজে আবার নুতন
বৃষ্টির পরে রুদ্র আজ
স্মৃতিহীন আমি অভিমানের
আমার এখন এক আহত নীল আকাশ
তার স্বপ্ন স্রোতে ভেসে যাবে
পুরোনো পৃথিবী... যত দীর্ঘশ্বাস
তুমি তোমারই বিগত গান
হাজার আলোর শহর দূরে
নষ্ট কোনো কষ্ট হয়ে ফুরিয়ে যাই
হারিয়ে যাবার শব্দ পাই!
আমি তার অনেক দূরে